আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু

তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় ইরান। এজন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্সের এমন দাবির মধ্যেই জানা গেল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করছি। আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমরা তাদের (ইরান) শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি।

ইরানকে হিটলারের পারমাণবিক দল আখ্যা দেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের পরিকল্পনা সম্পর্কে নেতানিয়াহু বলেন, ‘এটা করলে সংঘাত আর বাড়বে না, বরং সংঘাতের অবসান ঘটাবে। ’

যুদ্ধবিরতিতে গেলে পারমাণবিক আলোচনায় ফিরবে ইরানের এমন শর্তকে ভুয়া বলে মন্তব্য করেন নেতানিয়াহু। বলেন, ‘তারা (ইরান) এসব ভুয়া আলোচনা চালিয়ে যেতে চায় যেখানে তারা মিথ্যা বলে, প্রতারণা করে আর এতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায়। ’

সঞ্চালককে নেতানিয়াহু বলেন, ‘আপনি জানেন, আমাদের কাছে এ বিষয়ে খুব নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে। ’

রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনায় ভেটো দিয়েছেন। যে কারণে তা আর বাস্তবায়নের দিকে যায়নি।

আজ নেতানিয়াহু জানালেন, তারা খামেনিকে হত্যা বা উৎখাত চান, সেই চেষ্টার জন্য যা করার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *