৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই বাংলাদেশি সিনেমা লড়বে স্বল্পদৈর্ঘ্য বিভাগে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’র মনোনয়নের কথা জানান নির্মাতা নিজেও।
আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
এই খবরে আবেগাপ্লুত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং রাজীবের মেন্টর মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু খবর আপনাকে আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমন একটি খবর! আঠারো বছর আগে যখন আদনান প্রথম মহাখালীতে আমার বাসায় এসেছিল, আমি দেখেছিলাম এক ছেলেকে—যে নিজেকে প্রমাণ করতে চায়, একটা ছাপ ফেলতে চায়!’
‘গতকাল যখন সে আমাকে ফোন করে জানাল যে তার শর্ট ফিল্ম আলী কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে, আমি আনন্দে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম! যেকোনো বাংলাদেশি নির্মাতার এমন অর্জন আমাকে সমানভাবে খুশি করত, কারণ এটি প্রথম কোনো বাংলাদেশি শর্ট ফিল্ম যা কানের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে! এটি এক ঐতিহাসিক সাফল্য!’-যোগ করেন ফারুকী।
‘আলী’ সিনেমার গল্প সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে রাজীব গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’
প্রসঙ্গত, আগামী ১৩ মে পর্দা উঠবে কান চলচ্চিত্র উৎসবের। চলবে ২৩ মে পর্যন্ত। এবারের মুয়ল প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশে।