জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এ সময়টিকে কাজে লাগতে পারেন। বুঝে খরচ করুন, আর আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। বেশি খরচ করা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখিন হতে পারেন। যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। বিনিয়োগ অত্যন্ত যত্নে করবেন।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা সৃষ্টি হলেও সাফল্য নিশ্চিত হতে পারে। মেইল বক্স আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে, আর আপনাকে অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। আরও বেশি সময় সামাজিকীকরণ করতে হবে। সপ্তাহের মাঝদিকে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। তাই যতটা সম্ভব কম খরচ করুন। শুধুমাত্র সেই জিনিসগুলো কিনুন যা খুবই প্রয়োজনীয়। সপ্তাহের শেষদিকে লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে সময়টি ভালো। শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সাফল হতে পারেন। সুন্দর মানসিক অবস্থা অফিসে মেজাজ প্রফুল্ল রাখবে। ভবিষ্যতের সম্ভাবনার জন্য নতুন উদ্যোগ নিতে হবে। সপ্তাহের মাঝদিকে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় আর অতীতের কঠোর পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সপ্তাহের শেষদিকে মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। নিজের ব্যক্তিগত কথা অপরের কাছে প্রকাশ করলে ক্ষতি হতে পারে। ব্যয় বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দেহে আঘাত লাগার সম্ভাবনা। সাবধানে চলাফেরা করবেন। সপ্তাহের মাঝদিকে দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। পরিবারকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসতে পারেন। উচ্চশিক্ষা গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। সপ্তাহের শেষদিকে প্রশাসনিক দপ্তরের নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ব্যবসায়ে প্রতিযোগিতা থাকলেও সাফল্যের সম্ভাবনা বেশি। বিবাহচ্ছু তরুণ তরুণীদের বৈবাহিক শুভ ফল পাওয়ার সম্ভাবনা। জীবজন্তুর দংশনের আশঙ্কা রয়েছে। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। সপ্তাহের মাঝদিকে কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। বিশেষত বাঁকগুলোতে। যাদের সাথে খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। সপ্তাহের শেষদিকে যদি ভ্রমণ করে থাকেন তবে নিজের মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। সফর আনন্দদায়ক ও শিক্ষামূলক হবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে নিজেরকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন। দুশ্চিন্তা এড়িয়ে চলুন। বিবাহিত দম্পতিরা একসঙ্গে বাস করে তবে সবসময় রোমান্টিক হয় না। তবে এখন সত্যি সত্যিই রোমান্টিক হবে। সপ্তাহের মাঝদিকে কাজের জায়গায় উপরওয়ালার চাপ ও ঘরে মতভেদ কিছুটা চাপ আনতে পারে। সব থেকে সেরা প্রত্যাশা করে নিজেকে উৎসাহিত করুন। আর দুর্ঘটনাকেও হাস্যকরভাবে দেখতে চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে শিল্পী সুলভ যারা তারা বিদেশে উচ্চতর পড়াশোনা করার জন্য সুযোগ পাবেন। হয়ত তীর্থ যাত্রায় যাচ্ছেন, এটি ভেতরের শক্তি বাড়িয়ে তুলবে আর অতীতের ভুলগুলো বিশ্লেষণ করতে এবং আরও শক্তি নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে ভালোবাসার মানুষের সঙ্গে সময় ব্যয় করতে পারেন। আর এই মুহূর্তগুলো সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করবে। বিষাদ ঝেড়ে ফেলে দিন, যা আপনাকে জড়িয়ে রেখেছে, উন্নতিকে ব্যাহত করছে। সপ্তাহের মাঝদিকে স্বামী/ স্ত্রী অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেদের রাজা/রানির মতো মনে হবে। খুঁজে পাবেন সঙ্গী আরও য্ত্নশীল হয়ে উঠছে। সপ্তাহের শেষদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকতে হবে, আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় যত্ন নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধানে বুদ্ধি ও প্রভাব কাজে লাগাতে হবে, যা জীবনকে আরও অর্থবহ করে তুলবে। চোখ কখনও মিথ্যা বলে না, সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে সত্যিই কিছু বলবে। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নবান হোন। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। ইচ্ছা শক্তির অভাব, মানসিক মনোভাবের শিকার করতে পারে। সপ্তাহের শেষদিকে ব্যবসায়ীদের জন্য ভালো সময়। কারণ আকস্মিক অপ্রত্যাশিত লাভ অর্জন করতে পারে। বিবাহিত জীবন মজা, আনন্দ ও সুখে ভরে উঠবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে রসিক আত্মীয়রা আপনার দুশ্চিন্তা দূর করবে। আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপে প্রত্যেককে এক হালকা ও আনন্দদায়ক মেজাজে রাখবে। সপ্তাহের মাঝদিকে কামদেব জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবেন। যা দরকার তার চারপাশে কী ঘটছে সেই থেকে সচেতন হতে হবে। সপ্তাহের শেষদিকে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। তবে এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আর্থিক উন্নতি ঘটতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। নিকটজনের কোনো শুভ খবর আনন্দিত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও আবিশ্বাস্য লাভবান হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অতীত উদ্যোগ থেকে আসা সাফল্য প্রত্যয় বাড়িয়ে তুলবে। এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে, সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত অর্থ উপার্জন করার অধিকারী হবেন। আর আকস্মিক উন্নতি ঘটতে পারে। সপ্তাহের মাঝদিকে যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। চিন্তার অতীত – ভাইবোন প্রয়োজনে অধিক সহায়ক হবে। সপ্তাহের শেষদিকে এমন প্রকল্প চয়ন করুন যা পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। এ সময় মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আর্থিক জীবন কিছুটা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে বেশি খরচ করার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। আর সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। কল্যাণকর সময় সব কিছু অনুকূলে থাকবে। যা দরকার তা হল মানসিকভাবে শক্তিশালী থাকা। সপ্তাহের মাঝদিকে নতুন সিদ্ধন্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সপ্তাহের শেষদিকে রসিক আত্মীয়রা দুশ্চিন্তা দূর করবে। আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। এরকম আত্মীয় থাকার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন।