আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি কঠোর পন্থা অবলম্বন করলে ‘গুরুতর পরিণাম’ হতে পারে বলে দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনার জোর দিয়ে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখাতে হবে এবং বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করা যাবে না। ’

মিয়ানমারে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বন্ধ করে দেয় সামরিক জান্তা। এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি জানায় জাতিসংঘ।

ফারহান বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীকে তিনি (ক্রিস্টিনা) জানান, বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কঠোর কোনো পথ অবলম্বন করলে মারাত্মক পরিণাম হতে পারে। ’

গত নভেম্বর মাসে নিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির শাসনভার নেন মিয়ানমারের সেনাপ্রধান। সেই সঙ্গে সু চি, মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত এবং এনএলডির জেষ্ঠ্য নেতাদের আটক করে গৃহবন্দি করা হয়। এ ঘটনার পর পরই সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নামে মিয়ানমারের নাগরিকরা।

আন্তর্জাতিক

অভিশংসনের বিচারে দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে রেহাই দিয়েছে সেনেট। আর তাতে অসন্তুষ্ট নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই বিচার আবারও মনে করিয়ে দিল ‘গণতন্ত্র ভঙ্গুর’।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের কলঙ্কজনক হামলার ঘটনায় নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। কিন্তু সেনেট আবারও সদ্য সাবেক এই প্রেসিডেন্টকে অভিযোগ থেকে রেহাই দেয়। ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে সেনেটের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু শনিবার ভোটাভুটিতে ৫৭ জন সেনেটর (সাত জন রিপাবলিকান ও দুই জন স্বতন্ত্র সেনেটেরসহ) ট্রাম্প ‘দোষী’ বলে মত দিলেও বিপক্ষে পড়ে ৪৩ ভোট।

অবশ্য দলীয় প্রতিনিধির সংখ্যায় আধাআধি ভারসাম্যে থাকা সেনেটে ডেমোক্র্যাটদের আনা ওই অভিযোগে এবারও যে ট্রাম্প রেহাই পেয়ে যাবেন, তা আগেই অনুমিত ছিল।

এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘‘(ট্রাম্পের বিরুদ্ধে) যে অভিযোগ ‍আনা হয়েছে তা নিয়ে বিরোধের অবকাশ নেই।”

ওদিকে ট্রাম্প আবারও তাকে রেহাই দেয়াকে স্বাগত জানিয়ে বলেন, তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব ‘উইচ হান্ট’ ছাড়া আর কিছু না।

ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

বাইডেন যা বলেছেন:

ট্রাম্পকে রেহাই দেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, ‘‘যদিও চূড়ান্ত ভোটে বিচারের পক্ষে রায় আসেনি। কিন্তু যার ভিত্তিতে অভিযোগ আনা হয়েছিল সেটা বাস্তব এবং তা নিয়ে বিতর্কের অবকাশ নেই।

“আমাদের ইতিহাসের দুঃখজনক এই অধ্যায় আবারও স্মরণ করিয়ে দিল, গণতন্ত্র অত্যন্ত ভঙ্গুর। এটাকে অবশ্যই সব সময় রক্ষা করতে হয়। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। ওই ধরনের নৃশংসতা ও চরমপন্থার কোনও স্থান আমেরিকাতে নেই। একজন আমেরিকান হিসেবে আমাদের প্রত্যেকের একটি দায়িত্ব ও কর্তব্য আছে। বিশেষ করে নেতা হিসেবে, সত্যকে রক্ষা করা এবং মিথ্যাকে পরাজিত করা আমাদের দায়িত্ব।”

পূর্বসূরির অভিশংসন প্রক্রিয়া থেকে বাইডেন বরাবরই নিজেকে সরিয়ে রেখেছিলেন। এমনকি তিনি সরাসরি সম্প্রচারিত বিচার প্রক্রিয়ায় দেখনি বলে জানায় বিবিসি।

আন্তর্জাতিক

নাইজেরীয় উপকূল থেকে অবশেষে দেশে ফিরেছেন অপহৃত ১৫ জন তুর্কি নাবিক। দেশে ফেরার দুই দিন আগে নাইজেরিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, তুরস্কে অপহৃত নাগরিকরা মুক্তি পাচ্ছেন।

দেশে ফিরে জাহাজের ক্যাপ্টেন তাদের তিন সপ্তাহে বন্দিজীবন এবং জঙ্গলের মধ্যে অবস্থানকালে প্রতি মুহূর্তে মৃত্যু হুমকির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

অপহৃত জাহাজের ক্যাপ্টেন কাইয়া জানান, তাদেরকে জঙ্গলে কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। সবসময় সশস্ত্র ব্যক্তিরা তাদেরকে পাহারায় রাখত বলে জানিয়েছেন মোস্তফা কাইয়া।

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর এসব নাবিক স্বজনদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সেখানে তুরস্কের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাসহ পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু উপস্থিত ছিলেন।

গত ২৩ জানুয়ারি গিনি উপসাগরের নাইজেরিয়া থেকে তুরস্কের জাহাজটি কেপটাউনের দিকে যাচ্ছিল। পথে জাহাজের ওপরে হামলা চালায় এবং সংঘর্ষের পর নাবিকদের অপহরণ করে। এ সময় তুর্কি জাহাজে থাকা একজন আজারবাইজানের নাবিক নিহত হন। মুক্তিপণের বিনিময়ে তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন।

আন্তর্জাতিক

সাংবাদিককে হুমকি দেওয়ায় বাইডেনের উপ-প্রেস সচিব এবং হোয়াইট হাউজের মুখপাত্র টিজে ডাকলোকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এসময়ে তিনি বেতন পাবেন না।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা এক নারী সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন।

জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দেন ওই উপ-প্রেস সচিব এবং হোয়াইট হাউজের মুখপাত্র। অবশ্য গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে। সূত্র: বিজনেস ইনসাইডার।

আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুর ভিরুধুনগরে একটি ব্যক্তি মালিকানাধীন আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর: দ্য ওয়াল।

দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ করেই বোমা ফাটার মতো আওয়াজ হয় কারখানাটিতে। তারপরেই আগুন ধরে যায় তামিলনাড়ুর বিরুধুনগরের আতশবাজি তৈরির কারখানায়। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে আতশবাজি তৈরির দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ছুটে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সকাল থেকেই আতশবাজি তৈরি হচ্ছিল কারখানায়। কোনোভাবে আতশবাজি তৈরির সময় বিস্ফোরণ হয়। আগুন ধরে যায়। এতবেশি দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল যে আগুন বিধ্বংসী চেহারা নেয়। যে শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন তারা অনেকেই বের হয়ে আসতে পারেননি। আটকে পড়েন অনেকেই।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘বিরুধুনগরের আতশবাজি কারখানায় আগুন লেগেছে। খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আশা করব তারা খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। ’

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, আগুনে পুড়ে মৃত শ্রমিকদের পরিবার পিছু ২ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

আন্তর্জাতিক

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাব, দিল্লি, জম্মু-কাশ্মীরসহ গোটা উত্তর ভারত। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারেও কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাটি থেকে এর গভীরতা ছিল ৯১ দশমিক ৬ কিলোমিটার। উৎপত্তিস্থল তাজিকিস্তান মুরগাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে।

খবর টাইস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

এর আগে প্রাথমিকভাবে এনডিটিভি জানায়, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাবের অমৃতসর। কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি থেকেও।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য, অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লিসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। একই চিত্র দেখা যায় পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরসহ উত্তর ভারতের বহু রাজ্যে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তা প্রার্থনা করছি।

আন্তর্জাতিক

সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় গত বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যুতে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রদূত বলেন, মৃতদের ক্ষতিপূরণ আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। রাষ্ট্রদূত জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাংলাদেশিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে দূতাবাসকে অবহিত করার নির্দেশ প্রদান করেছেন।

এ ছাড়া স্থানীয় পুলিশ, প্রশাসন ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিহতদের জন্য ক্ষতিপূরণ আদায় এবং মৃতদেহ দ্রুত দেশে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

গত এক দশকে সৌদি আরবের বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত প্রবাসী নিহত হয়েছেন।

এদের মধ্যে সোফা কারখানার দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেশি এবং এসব কারখানার বেশিরভাগই বাংলাদেশি দ্বারা পরিচালিত। এ কারণে এসব কাজে নিয়োজিত সিংহভাগ শ্রমিকই বাংলাদেশের।

জানা যায়, ২০১৭ সালের অক্টোবরে রিয়াদের শিফা সানাইয়া এলাকায় এ রকম একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ বাংলাদেশি, ২০১৬ সালের এপ্রিলে পূর্বাঞ্চলীয় শহর জুবাইলের এক পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনায় ১২ জন প্রাণ হারান। সেই সময় গুরুতর আহত হয়েছিল ১১ জন।

একই বছর আগস্টে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা এলাকার একটি সোফা কারখানায় চার বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান। এবং ঠিক তার এক বছর আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নাগরিকসহ ছয়জনের মৃত্যু হয়।

২০১৪ সালের মে মাসে রিয়াদের সিফা সানাইয়ার আরেকটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে কুমিল্লার ৯ জন ও ফেনীর একজনসহ মোট ১০ জন নিহত হন।

সবশেষ মদিনা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হেরাজ মার্কেটের কাছে আল খলিল সড়কের পাশে অবস্থিত একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিক নিহত হয়েছেন, যার মধ্যে ছয়জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মদিনার উয়ুন থানাসূত্রে পাঁচ বাংলাদেশির নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম।

তারা হলেন মিজানুর রহমান, মো. আরাফাত হোসেন মানিক, ইসহাক মিয়া, আবদুল আজিজ ও রফিক উদ্দিন। এ ছাড়া স্থানীয় প্রবাসী সূত্রে আরেকজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম সাইফুল ইসলাম। এদের মধ্যে মিজানুর রহমান ও আরাফাত হোসেন মানিক সহোদর ভাই।

তবে আরেক বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে কনস্যুলেট জানায়। অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। নিহতদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট তৎপর রয়েছে।

রাষ্ট্রদূতের নির্দেশনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম সেখানে গেছেন।

আন্তর্জাতিক

‘বাবর ক্রুজ মিসাইল আইএ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ৪৫০ কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই পরীক্ষা চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বাবর ক্রুজ মিসাইল আইএ ‘স্টেট অব দ্য আর্ট মাল্টি টিউব মিসাইল লঞ্চ ভেহিকল’ থেকে পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর, আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের লে. জেনারেল মুহাম্মদ আলী, কৌশলগত পরিকল্পনা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফল পরীক্ষা চালানোয় পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর। সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভিও।

গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এর আগে গত ২০ জানুয়ারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন-৩-এর সফল পরীক্ষা চালায় দেশটি। এর পর চলতি মাসের শুরুতেই ‘গজনভি’ নামের আরো একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। আর আজ তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

আন্তর্জাতিক

কোভিড-১৯ মহামারী ঠেকাতে টিকা দেওয়া শেষ করেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গে ভোটের আগে রাজনৈতিক ডামাডোলের মধ্যে বৃহস্পতিবার এক জনসভায় এই ঘোষণা তিনি দেন বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।

বিজেপি নেতা অমিত শাহ আরও বলেছেন, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ ঘটতে দেবে না।

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে হটাতে এবার জোরেশোরে নেমেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে ঘুরেফিরেই জনসংযোগে যাচ্ছেন।

দুই বছর আগে বিজেপি সরকার নাগরিকত্ব আইন সংশোধন করলে তার প্রবল বিরোধিতা করেছিলেন মমতা। তার রাজ্যে সিএএ কার্যকর করতে না দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করা হয় ২০১৯ সালে।

মুসলিমদের বাদ দেওয়ায় সংশোধিত আইনকে সাম্প্রদায়িক এবং সংবিধানবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। সহিংসতায় অনেকের মৃত্যু হওয়ার পর সেই আইন কার্যকর থেকে পিছু হটে বিজেপি।

তবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জনসভায় অমিত শাহ মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, আইন পাসের পর মহামারী শুরু হওয়ায় সিএএ কার্যকর করা যায়নি। এখন টিকাদান শেষ করেই তা কার্যকর করা হবে।

তিনি বলেন, “মমতা দিদি বলেন যে আমরা নাকি ভুয়া প্রতিশ্রুতি দিই। তিনি শুরুতেই সিএএর বিরোধিতায় নামেন, বলেন যে এটা তিনি করতে দেবেন না। তবে বিজেপি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে। আমরা এই আইন করেছি এবং শরণার্থীরা নাগরিকত্ব পাবেই।”

আগামী এপ্রিল মাসে ভোটের পর এই আইন আটকাতে মমতা রাজ্যে ক্ষমতায় থাকতে পারবেন কি না, তা নিয়েও সংশয়ের কথা জানান অমিত শাহ।

বিজেপি নেতারা আশা করে আসছেন, এবার জোড়া ফুলের তৃণমূলের হটিয়ে রাজ্যে ফুটতে যাচ্ছে বিজেপির পদ্মফুল। ২৯৪ আসনের বিধান সভায় এখন বিজেপির আসন নগন্য হলেও গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জিতে চমক দেখায়।

অমিত শাহ বাঙালিদের উদ্দেশে বলেন, বিজেপিকে বিজয়ী করলে পাঁচ বছরের মধ্যে তারা ‘সোনার বাংলা’ বানিয়ে দেখাবেন।

আন্তর্জাতিক

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির(এনএলডি) একাধিক কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মিয়ানমার সেনাবাহিনী কার্যালয়গুলোতে তল্লাশি চালানোর পর সেগুলো গুড়িয়ে দেয়।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ফেসবুক পেজে বলা হয়, রাত ৯টা৩০-এর দিকে সেনারা তল্লাশি চালায় এবং এনএলডি-এর কয়েকটি হেডোয়ার্টার ভেঙে দেয়।

তবে এ নিয়ে বিস্তারিত আর সু চির দলের পক্ষ থেকে বলা হয়নি।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ এই নিন্দা জানায়।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।