অর্থনীতি

অর্থ পাচারকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

অর্থ পাচারকারীদের নামের তালিকা চেয়েছে হাইকোর্ট।আগামী চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তালিকা আদালতে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।

একইসঙ্গে অর্থ পাচার ঠেকাতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া আজ থেকে অর্থ পাচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। আদালত বলেছে, আদালত, আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা সরকারি সংস্থা রয়েছে। আমরা সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে চাই। অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রূ। এদেরকে ধরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *