জাতীয়

‘আমার নাম ভাঙিয়ে কেউ খারাপ কাজ করলে বেঁধে রাখবেন’-ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আমার নাম ভাঙিয়ে কেউ খারাপ কাজ করলে, চাঁদাবাজি করলে তাকে বেঁধে রাখবেন। আর কেউ ভালো কাজ করলে তাকে সহায়তা করবেন।

শুক্রবার উপজেলার মালঘর সৈয়দবাড়ি জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ২০১৩ সালে এমপি হওয়ার পর থেকে আমি আমার নির্বাচনি এলাকার বিভিন্ন মসজিদে প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করতাম। তবে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন এই ধারা অব্যাহত রাখার সুযোগ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে দেশে থাকাবস্থায় আবারো আমার নির্বাচনি এলাকার বিভিন্ন মসজিদে উপস্থিত হওয়ায় চেষ্টা করি।

মন্ত্রী আরও বলেন, যেকোনো সময় মৃত্যু চলে আসতে পারে। তাই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ আজাদ, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *