খেলাধুলা

আমিরাত-ওমানে টি-২০ বিশ্বকাপ

করোনার কারণে ভারতের মাটিতে চলতি বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব হচ্ছে না। বিশ্বকাপের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল মঙ্গলবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ভারত টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকলেও বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির চূড়ান্ত ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হবে ১৪ নভেম্বর।

বিশ্বকাপের চার ভেন্যু হচ্ছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এর মধ্যে ওমানে শুধু প্রথম রাউন্ডের একটি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের আরেক গ্রুপের ম্যাচ হবে আমিরাতেই।

প্রথম রাউন্ডে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলগুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সুপার টুয়েলভ পর্বে। যেখানে আগেই রয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আটটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *