ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এক অনলাইন বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বার্তা সংস্থা স্পুটনিকের বরাতে জানা যায়, মঙ্গলবার(৮ নভেম্বর) বোরেল এক অনলাইন বৈঠকে বলেন, ইউরোপীয় দেশগুলির উচিত হবে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা। তিনি এক্ষেত্রে দাবি করেন, ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে হবে এবং এ কাজের জন্যও ইউরোপকেই উপায় খুঁজে বের করতে হবে।
বোরেল এমন সময় এই বার্তা দিলেন যখন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ সোমবার এই সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করে এটি একতরফা ভাবে বাস্তবায়ন করার জন্য তেহরানের কাছে আহ্বান জানিয়েছে।
আরো পড়ুন: দ্বিতীয় করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন উইলিয়াম শেক্সপিয়ার
অথচ ২০১৮ সালে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এই ইউরোপীয় দেশগুলিই তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে। পশ্চিমা দেশগুলির প্রতিশ্রুতি লঙ্ঘনের জের ধরে আগে থেকে ঘোষণা করে ইরানও এই সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ধাপে ধাপে কমিয়ে দিয়েছে।
এদিকে তেহরান সুস্পষ্ট ভাষায় জানিয়েছে, আমেরিকা যদি এ সমঝোতায় ফিরে আসে এবং ইউরোপীয় দেশগুলি যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসবে।