রাজনীতি

আ.লীগ প্রার্থীদের জয়জয়কার

দেশের স্থানীয় সরকারের বিভিন্ন পদে ২৮ উপ-নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এসব উপ-নির্বাচনের বেশিরভাগ পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এদিন ১২ উপজেলা পরিষদ, চার সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলর ও পাঁচ পৌরসভার এক মেয়র ও চার কাউন্সিলর এবং ছয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সংঘর্ষে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত অয়েজুদ্দিন বিশ্বাস বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি ৬ হাজার ২৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬১৬ ভোট।

অপর দুই প্রার্থী বিএনপি সমর্থিত গোলাম কিবরিয়া রুলু মোবাইল ফোন প্রতীকে ২৭৬ ও জামায়াতের আমিনুল ইসলাম জগ প্রতীকে ৩০ ভোট পেয়েছেন। ১৬টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ চলে।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল জামান। তিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ঠেলাগাড়ি প্রতীকে একেএম রাশেদুল হাসান টুলু ১ হাজার ৫৫১ ভোট, রেডিও প্রতীকে শামিমুর রহমান ৯১১ ভোট, করাত প্রতীকে সাইফুল্লাহ শান্ত ৪৭ এবং ঘুড়ি প্রতীকে সোহরাব হোসেন বাবু ৩৮ ভোট পেয়েছেন। বেলা ১২টার দিকে হোসনীগঞ্জ এলাকায় ভোটকেন্দ্রের সামনে এক প্রার্থীর সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে।

দশমিনা (পটুয়াখালী) : সাধারণ সদস্য পদে ভোটযুদ্ধে ভাগ্নে মো. আফজাল হোসেন মোরগ প্রতীক নিয়ে মামা মো. ইকবাল হোসেন মৃধা (তালা প্রতীক) ২৩২ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি। বহরমপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৫শ ৪৪ ভোটের মধ্যে ৯৪৭ জন ভোটার ভোট দেন ও ১৫ ভোট বাতিল হয়। দুই মেম্বার প্রার্থীর মধ্যে মো. আফজাল হোসেন মোরগ প্রার্থীকে ৫৮২ ও মো. ইকবাল হোসেন তালা প্রতীকে ৩৫০ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম : কারাগারে থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর (চকবাজার) ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নূর মোস্তফা টিনু। তিনি ভোট (মিষ্টি কুমড়া প্রতীকে) পেয়েছেন ৭৮৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুর রউফ।

তিনি ভোট (ব্যাডমিন্টন র‌্যাকেট) পেয়েছেন ৭৭৩টি। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষে ভোট দেন ভোটাররা। ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে ২১ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে।

কুয়াকাটা (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার (৭, ৮, ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিন নারী প্রার্থীর মধ্যে রেহেনা বেগম (জবা ফুল) ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাফিজা বেগম (অটোরিকশা)। তিনি পেয়েছেন ৫৩৭ ভোট। ২ হাজার ৬৯৬ জন ভোটারের মধ্যে ১৮১৯ জন ভোট দিয়েছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতীক নিয়ে ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২৮৩ ভোট।

নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে অপর দুই প্রার্থী উপজেলা কৃষক লীগ নেতা আফজল হকের প্রাপ্ত ভোট ১২ হাজার ৪৪৬ এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. মিজানুর রব পেয়েছেন ৭৯৪ ভোট । অন্যদিকে, চা বাগান অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জনতার সাথে র‌্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। র‌্যাব আত্মরক্ষার্থে এক রাউন্ড এসএমজির গুলি ছুড়েছে বলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া জানান।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভোট নেওয়া হয়েছে। ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ওয়ার্ডের সাধারণ সদস্যের প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল অমীমাংসিত থাকায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পুনঃনির্বাচনে সমসংখ্যক ভোট পাওয়া মো. মাসুম বিল্লাহ (ফুটবল) ও মো. মশিউর রহমান (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে ৩টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ঘুড়ি প্রতীক নিয়ে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ন কবির এবং লাটিম প্রতীক নিয়ে সৈয়দ গোলাম কবির মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *