আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে যে ভয়াবহ ইঙ্গিত দিলেন লিজ ট্রাস

ইউক্রেন আগামী সপ্তাহে সর্বোচ্চ খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই হুঁশিয়ারি প্রদান করেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিংশ শতাব্দির শুরুর পর ইউরোপ ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এ সময় তিনি বলেন, ভয়াবহ দৃশ্যপট মোকাবিলায় আমাদের প্রস্তুত হওয়া উচিত।

লিজ ট্রাস বলেন, রাশিয়া ঘড়ির কাঁটার পেছনে ফিরতে চায়। বাস্তবতা হলো— তারা ১৯৯০ এর পূর্বের সময়ে ফিরতে চায়।

প্রসঙ্গত, ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ‘পূর্বের সময়ে ফিরতে চায়’ বলতে এই ঘটনাকে ইঙ্গিত দিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র গত সপ্তাহে আমরা দ্বিগুন অপতথ্য ছড়াতে দেখেছি। একইসঙ্গে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনবাস এলাকায় হামলার নাটকও লক্ষ্য করেছি। রাশিয়া কূটনৈতিক প্রক্রিয়ায় ইচ্ছুক নয় বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *