আন্তর্জাতিক

ইসরাইলি বসতি ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ব্যাপক হামলা

দখলদার ইসরাইলের সামরিক স্থাপনা ও উত্তরের দখলকৃত অঞ্চলের বসতিগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের এই হামলা গাজা ফিলিস্তিনি প্রতিরোধ এবং লেবাননের নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে চালানো হয়েছে।

বিবৃতি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৭টায় ইসরাইলের দখলকৃত জারইত বসতিতে শত্রুদের সামরিক সমাবেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

পরবর্তী এক ঘোষণায় হিজবুল্লাহ জানায়, একই সময়ে শোমেরা ও এভেন মেনাচেম বসতিতেও শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

পরে সকাল ৮টায় ইসরাইলের মেটজুবা বসতিতে হিজবুল্লাহ রকেট হামলা চালায় এবং বার’আমের সামরিক অবস্থানও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

অন্যদিকে ইসরাইলের রোশ হানিকরা বসতিতেও রকেট নিক্ষেপ করা হয় এবং সকাল ১০টায় শ্লোমি বসতিতে ব্যাপক হারে রকেট আক্রমণ চালানো হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, এসব হামলায় ইসরাইলি বাহিনী ও বসতিতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।

সেইসঙ্গে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই পাল্টা আক্রমণও বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। সূত্র: ইরনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *