আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় কিম জং-উনের অধীনে নতুন পদ তৈরি

উত্তর কোরিয়ায় নেতা কিম জং-উনের অধীনে ‘সেকেন্ড ইন কমান্ড’ এর একটি নতুন পদ তৈরি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে।

পদটি তৈরি করতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল তাদের বিধি সংশোধন করেছে বলে মঙ্গলবার জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা।

উত্তর কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, কিম জং-উনের সেকেন্ড ইন কমান্ড পদের নামকরণ করা হয়েছে ‘ফার্স্ট সেক্রেটারি’।

এই পদে আসীন ব্যক্তি কিমের পক্ষ থেকে বিভিন্ন বৈঠকে সভাপতিত্ব করবেন। কিম জং-উন নিজেও ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘ফার্স্ট সেক্রেটারি’ পদবী ব্যবহার করেছিলেন।

গত জানুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র সম্মেলনে নেতা কিম জং-উন দলের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কিমের আগে সবশেষ তার বাবা ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ছিলেন। এই পদে আসীন হয়ে কিম জং-উন তার ক্ষমতা আরও সুদৃঢ় করেছেন।

ইয়োনহাপ জানায়, বাবার সামরিক বাহিনী কেন্দ্রিক প্রশাসনের তুলনায় কিম জং-উন সরকারে তার রাজনৈতিক দলের আরও বড় ভূমিকা চান।

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টিতে যে সাতটি ‘সেক্রেটারি’ বা মহাসচিব পদ আছে, নতুন পদটি তার মধ্যে সবচেয়ে উধ্র্বতন।

দলের পলিটব্যুরোর প্রেসিডিয়াম সদস্য জো ইয়ং ওনকে ‘ফার্স্ট সেক্রেটারি’ পদটি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, তিনি কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে বিবেচিত।

কিম জং-উন বাবা কিম জং-ইলের মৃত্যুর পর ২০১১ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন ।

গত বছর দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, তার দেশের গোয়েন্দাদের ধারণা, কিম জং-উনের বোন কিম ইয়ো জং কার্যত সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করে আসছেন। তবে তাকে কিমের উত্তরসূরির মর্যাদা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *