উত্থান-পতনের মধ্যে চলতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আরেকটি ধাক্কা খেল। প্রিমিয়ার লিগে এবার উত্তর বারিধারার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে শন লেনের দল।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি ১-১ ড্র হয়। ছয় ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট মোহামেডানের। পাঁচ ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ২।
গত চার ম্যাচ জয়হীন উত্তর বারিধারা এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে, উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভের পেনাল্টি গোলে। ডি-বক্সে সাইদস্তোন ফজিলভ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-১ গোলে উড়ে যাওয়া মোহামেডান প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকেই সমতায় ফিরে। জাপানি মিডফিল্ডার উরু নাগাতার শট পাপন সিং ফেরাতে গিয়ে পড়ে যান। বল সেসময় তার হাতে লাগলে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। সুলেমানে দিয়াবাতে স্পট কিকে লক্ষ্যভেদ করেন।
দিনের অন্য ম্যাচে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাহবুবুর রহমান সুফিলের গোলে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।