ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘূর্ণিঝড়ের চোখ অন্ধ্র প্রদেশের কলিঙ্গপত্তমের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে। সে সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।
আগামী ছয় ঘণ্টায় এ ঝড় আরও পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হবে এবং বৃষ্টি ঝরিয়ে আগামী ছয় ঘণ্টার মধ্যে গভীর স্থল নিম্নচাপে পরিণত হবে।
বাংলাদেশে এ ঘূর্ণিঝড়ের বড় কোনো প্রভাব পড়েনি। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রোববার সন্ধ্যার পর থেকেই হালকা থেকে মাঝারী মাত্রা বৃষ্টি হচ্ছে থেমে থেমে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার এবং গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত মে মাসে ঘূর্ণঝড় ইয়াস আঘাত হানার চার মাসের মাথায় ঘূর্ণিঝড় গুলাবের কবলে পড়ল ভারতের ওড়িশা রাজ্য। এ রাজ্যের সাতটি জেলার নিচু এলাকা থেকে ১৬ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঝড়ের কেন্দ্র বা চোখ যে এলাকা দিয়ে উপকূলে উঠে এসেছে, সেই কলিঙ্গপত্তমে ৬১টি আশ্রয় কেন্দ্র খুলেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় গুলাব মোকাবিলার প্রস্তুতি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে জোয়ারের পানিতে নৌকা উল্টে পাঁচ জেলের ভেসে যাওয়ার খবর এসেছে। তবে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির ধারণা পেতে আরও সময় লাগবে।
ভারতের আবহাওয়া দপ্তর অতি ভারি বর্ষণের শঙ্কার এ দুই রাজ্যের কিছু অংশে ‘রেড ওয়ার্নিং’ জারি করেছিল আগেই।
বাংলাদেশের আবহওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে শনিবার ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর ‘গুলাব’ নাম পায়। এটি পাকিস্তানের দেওয়া নাম।
আরব সাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক হয়।
গেল মে মাসে সবশেষ ঘূর্ণঝড় ‘ইয়াস’ ওড়িশা উপকূলে আঘাত হানে। করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছর মে মাসে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল, তার নাম ছিল ‘আম্পান’।