আন্তর্জাতিক

এক সিগারেটেই পুড়ে ছাই ১০ হাজার একর জমি

মাত্র এক টুকরো সিগারেটে তিন দিন জ্বলেছে গ্রিসের চিওস দ্বীপ। পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার একর জমি। রোববার শুরু হওয়া এ দাবানল গ্রাস করেছে বণভূমি, চারণভূমি, জীববৈচিত্র্যসহ এক বিস্তৃত অঞ্চল। বুধবার আগুন নিয়ন্ত্রণে এলেও অঞ্চলজুড়ে শত শত দমকলকর্মী আগুনের পুনঃপ্রজ্বালন ঠেকাতে কাজ করছেন। মঙ্গলবার রাতে আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, তিনি একটি সিগারেট ফেলে দেন, যা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এদিকে এ ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে উঠতে না উঠতেই বুধবার বিকালে দেশটির আরেক দ্বীপেও ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। বৃহস্পতিবার দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। একইভাবে পুড়ছে ইউরোপের আরেক দেশ স্পেনও। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, এপি।

ইউরোপজুড়ে গরমের তীব্রতা বেড়েছে। যার জেরে ছড়িয়ে পড়ছে দাবানল। বুধবার গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। দাবানলে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

গ্রিক দমকল পরিষেবা জানিয়েছে, ২৩০ জনের বেশি দমকলকর্মী ক্রিটের একাধিক স্থানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। ৩৮টি ইঞ্জিন ও পানিবাহী ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এছাড়া গ্রিসের হালকিদিকি অঞ্চলেও নতুন একটি দাবানল দেখা গেছে। যেখানে ১৬০ জন দমকলকর্মী ও ৪৯টি ফায়ার ট্রাক আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ঝড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নেভানোর কাজকে জটিল করে তুলছে। বিভিন্ন অংশে নিয়ন্ত্রণে আনার পরও আবার আগুন জ্বলে ওঠায় পরিস্থিতি সংকটজনক হয়ে পড়ে। দমকল বাহিনী জানিয়েছে, অতিরিক্ত সাহায্যবাহী দল ও বিমান রাজধানী এথেন্স থেকে পাঠানো হচ্ছে। এর আগে রোববার ভয়াবহ দাবানলের কবলে পড়ে গ্রিসের চিওস দ্বীপ। ইতোমধ্যে এ আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী অনিচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। প্রতিবছরই গ্রীষ্মকালে দাবানলের মুখোমুখি হয় দক্ষিণ ইউরোপের দেশ গ্রিস। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে আগুনের মাত্রা ও ধ্বংস অনেক বেশি মারাÍক হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দাবানলের প্রভাব শুধু গ্রিসেই সীমাবদ্ধ নয়। জার্মানির সাক্সনি রাজ্যেও একটি বনভূমিতে আগুন লেগেছে। এতে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। রাজ্য থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনেও দাবানলের খবর পাওয়া গেছে। দেশটির কাতালোনিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে ১৬ হাজার একর জমি।

এপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই দাবানলের সূচনা হয় এবং বুধবার তা আরও ভয়াবহ রূপ নেয়। আগুনের কারণে আকাশে ছড়িয়ে পড়ে ১৪ হাজার মিটার (৪৫ হাজার ফুট) উচ্চতার ছাই ও ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী। এটি কাতালোনিয়ায় রেকর্ড করা অন্যতম বৃহৎ দাবানল বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এ বছর তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *