জাতীয়

এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক রাখার নির্দেশ

এস আলম গ্রুপের ২০০ কোটি টাকার সম্পত্তির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রোক বা জব্দ করে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ইসলামী ব্যাংকের দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন বৃহস্পতিবার এ নির্দেশ দেন বলে জানা গেছে।

এর আগে ২ হাজার ২৮০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসলামী ব্যাংক।

আদালত সূত্র জানায়, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কাছ থেকে ২ হাজার ২৮০ কোটি টাকা পাওনা রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। বিভিন্ন কাঁচামাল আমদানির জন্য এই ঋণ দেওয়া হয় এ কোম্পানিকে। এই ঋণ আদায়ে গত ১৮ জুন অর্থঋণ আদালতে ব্যাংকের খাতুনগঞ্জ শাখার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ঋণের টাকা উদ্ধারে ঝুঁকি থাকায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ধানমন্ডি, মিরপুর ও গুলশানের বিভিন্ন স্থানে ৩০৬ শতক জমি ও সূত্রাপুরের দুটি ফ্ল্যাট ক্রোক করার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এস আলম কোল্ড রোল্ড স্টিলের নামে পূবালী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় চেকমূলে লিয়েন থাকা ৪ কোটি ৩২ লাখ টাকা ক্রোক করার নির্দেশ দেওয়া হয়।

সবমিলিয়ে ২০০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পত্তি জব্দ করে রাখতে বলেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *