আন্তর্জাতিক

করোনার টিকায় অবদানের জন্য নোবেলজয়ী দুই বিজ্ঞানী

করোনার টিকা তৈরির জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসা বিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা। বিজয়ী হিসেবে কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যানের নাম সোমবার বিকালে ঘোষণা করে নোবেল কমিটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যে প্রযুক্তির জন্য তারা পুরস্কার পেলেন, সেটি মহামারির আগে পরীক্ষাধীন ছিল। ওই প্রযুক্তির তৈরি টিকা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে দেওয়া হয়েছে।

এখন ক্যানসারসহ অন্যান্য রোগের চিকিৎসায় ওই এমআরএনএ প্রযুক্তি ব্যবহারের জন্য গবেষণা হচ্ছে।

নোবেল পুরস্কার কমিটি বলেছে, আধুনিককালে মানব স্বাস্থ্য যখন মারাত্মক হুমকির মুখে ছিল, তখন এই দুই নোবেলজয়ী টিকা তৈরির ক্ষেত্রে নজিরবিহীন অবদান রেখেছেন।

১৯৯০ এর দশকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে একসঙ্গে কাজ করতেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।

১৯৫৫ সালে হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন কাতালিন। ২০২১ সাল থেকে তিনি সিজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পেনসিলভানিয়ার সঙ্গেও যুক্ত আছেন।

আর ওয়েইসম্যান ১৯৫৯ সালে আমেরিকার ম্যাসচুয়েটসে জন্ম নেন। তিনি আমেরিকার পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশন কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *