খেলাধুলা

ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামেছে ব্রাজিল

এখনই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। এ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। হেক্সা মিশন পূরণ করা থেকে আর মাত্র তিন ম্যাচ দূরে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ানরা। কোয়ার্টার, সেমিফাইনাল এবং ফাইনাল জিততে পারলেই সেলেসাওদের হেক্সা মিশন পূরণ হবে।

আর সে লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

তবে ম্যাচের আগে ব্রাজিলের শঙ্কা ২০ বছর ধরে নকআউটে কোনো ইউরোপীয় দলকে না হারাতে পারার রেকর্ড। ক্রোয়াটদের বিপক্ষে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা লেফটব্যাক পজিশন। তবুও আজ একাদশে আরও একবার সুযোগ পেয়েছেন দানিলো। যদিও আগের সুযোগে তেমন সুবিধা করতে পারেননি দানিলো।

রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ব্রাজিলের আক্রমণভাগ বেশ শক্তিশালী। আক্রমণভাগে রয়েছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের মত ফুটবলাররা যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় বদলে দিতে পারে। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কাতারে পা রাখা ব্রাজিল দল ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিতে পা রাখবে এমনটাই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের।

ব্রাজিলের স্কোয়াডঃ

অ্যালিসন বেকার, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়েগো সিলভা, দানিলো, ক্যাসিমিরো, লুকাস পাকেতা, নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *