বিনোদন

চলচ্চিত্র পুরস্কার: সুচরিতা, নাঈম, মিন্টুকে নিয়ে ফের পুনর্গঠন জুরি বোর্ড

দেড় মাসের মাথায় আবারও সংশোধনপূর্বক পুনর্গঠন করা হয়েছে গঠিত ‘জুরি বোর্ড’।

যেখানে স্থান পেয়েছেন অভিনেত্রী সুচরিতা, অভিনেতা খাজা নাইম মুরাদ ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, “জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ২০২৩ পঞ্জিকা বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কারপ্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ‘জুরি বোর্ড’ সংশোধনপূর্বক পুনর্গঠন করা হল।”

পুনর্গঠিত জুরি বোর্ডে অন্য সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদ সুজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফী বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন।

পদাধিকার অনুযায়ী জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান।

এছাড়া সদস্য হিসেবে আছেন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান।

এ নিয়ে চলতি বছর তিন বার জুরি বোর্ড গঠন করা হলো।

ছাত্র-জনতার গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবশেষ গত ১৫ সেপ্টেম্বরে গঠিত জুরি বোর্ডে সদস্য করা হয়েছিল অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *