চীনের শিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের কথিত ‘পুনঃশিক্ষণ’ শিবিরে বন্দী করে রাখা হয়েছে। সেখানে মুসলিম নারীরা ধারাবাহিক ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছেন। বিবিসির এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন।
মার্কিন সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই অত্যাচার বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো। এর প্রতিক্রিয়া তীব্র হতে বাধ্য।
এদিকে ব্রিটেনের মন্ত্রী নাইজেল অ্যাডামস পার্লামেন্টে বলেছেন, ‘রিপোর্টে যা বলা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, এটা হলো শয়তানের কাজ।
এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এই শিবিরে জাতিসংঘের প্রতিনিধিদের যেতে দিতে হবে।
চীনের উইঘুর ক্যাম্পগুলোতে আসলে কী হচ্ছে সে বিষয়ে নতুন করে বিস্তারিত তথ্য বিবিসির কাছে এসেছে। সেখানে ভুক্তভোগীরা জানান, চীনের লক্ষ্য হলো, উইঘুরদের সবাইকে শেষ করে দেওয়া।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বিবিসির রিপোর্টকে পুরোপুরি মিথ্যা বলা হয়েছে।