দেশীয় ৬৬টি বেসরকারি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এসব সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে।
নিবন্ধন পাওয়ায় এই সংস্থাগুলো আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। বৃহস্পতিবার এই ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।
এদিন নতুন করে আরও পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন চেয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে ইসি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি পর্যবেক্ষক সংস্থা ছিল। এবার ইসির বাছাইয়ে ৬৮টি সংস্থা টিকেছে। এর মধ্যে দুটি সংস্থার বিষয়ে অভিযোগ জমা পড়ে। বৃহস্পতিবার ওই দুই অভিযোগ নিয়ে শুনানি করে কমিশন। এই দুটি সংস্থার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে।
ওই পর্যবেক্ষণ পূর্ণ হলে এ দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। বাকি ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে গতকাল নিবন্ধন দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, বিতর্কিত ইলেকশন মনিটরিং ফোরামসহ কয়েকটি সংস্থা এবার নিবন্ধন পায়নি। কয়েকটি নিবন্ধন চেয়ে আবারও আবেদন করেছে।
এছাড়া গত নির্বাচনের চেয়ে প্রায় অর্ধেক সংখ্যক সংস্থা এবার নিবন্ধন পেয়েছে। ওইসব দিক বিবেচনায় নতুন করে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন চাইল কমিশন।
নিবন্ধন পাওয়া ৬৬টি সংস্থা হলো: মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস); সেবা সোশ্যাল ফাউন্ডেশন; অগ্রদূত সংস্থা (এএস); অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস (আরবান); হাইলাইট ফাউন্ডেশন; মুভ ফাউন্ডেশন; ডেমোক্রেসি ওয়াচ; জানিপপ-জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ; ডিজঅ্যাবিলিটি ইনকুজিশন অ্যাক্টিভিটিস (দিয়া); আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস); আব্দুল মমেন মেমোরিয়াল ফাউন্ডেশন; এসডাপ; বিবি আছিয়া ফাউন্ডেশন; লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন (এলআরবি); সমাজ উন্নয়ন প্রয়াস; যুব উন্নয়ন সংস্থা; শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে); বঞ্চিতা সমাজকল্যাণ সংস্থা; কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি; এসকে কল্যাণী ফাউন্ডেশন; সোসাইটি ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অবক রুরাল পিপল (সার্প); সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস); সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন (স্টার); রুরাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রাসা); ডেভেলপমেন্ট হেল্পিং কী (ডিএইচকে); তালতলা যুব উন্নয়ন সংগঠন (টাইডা); স্বাস্থ্য শিক্ষা সেবা ফাউন্ডেশন (সেফ); বাঁচতে শেখা; ডপস ফাউন্ডেশন; অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ; ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি); ভলান্টারি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভোসড); ক্রিয়েটিভ সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি); জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস); ডেপ (ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড পিস); বেসিক; হিউম্যান রাইটস ভয়েস; সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে); রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস); ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি); গরীব উন্নয়ন সংস্থা (জিইউকে); সমাহার-মাল্টি ডিসিপ্লিনারি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন; সামাজিক উন্নয়ন সংস্থা (সাস); হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফর বাংলাদেশ; ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি (ডিএমএস); সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও); সোশ্যাল ইকুয়ালিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট (সিড); ইন্টিগ্রেটেড সোসাইটি ফর রেইজ অব হোপ (রিশ); সমন্বিত নারী উন্নয়ন সংস্থা (এস.এস.ইউ.এস); পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো); শিল্ড-সোসাইটি ফর হিউম্যান ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাস্টিং ডেভেলপমেন্ট; সেঁজুতি হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ); এসো জাতি গড়ি (এজাগ); ওয়েসডা; সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কো-অপারেশন অর্গানাইজেশন (সাকো); ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এফএফডিএ); প্রকাশ গণকেন্দ্র; রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাউডো); সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (সিড); তৃণমূল উন্নয়ন সংস্থা; হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি-হিডস; রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ-র্যাক বাংলাদেশ; গ্রাম উন্নয়ন কর্ম (গাক); ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশন; গণউন্নয়ন কেন্দ্র (এটক) এবং এসো বাঁচতে শিখি (এবাস)।