খেলাধুলা

জিম্বাবুয়ের সঙ্গে হেরে লজ্জার রেকর্ড গড়ল ভারত

উগান্ডার বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করে জিম্বাবুয়ে। অথচ সেই জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেলে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত।

শুধু হেরে যাওয়াই নয়! জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। ১২০ বলে ১১৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৮ রানের বেশি করতে পারেনি ভারত। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ওভারে ভারতের এটা দ্বিতীয় সর্বনিম্ন রানের নজির।

এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৪ রান করেছিল ভারত। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৯ রান করেছিল টিম ইন্ডিয়া। ২০২১ সালে কলোম্বোতে শ্রীলংকার বিপক্ষে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ২৯ রান করেছিল ভারত।

আজ শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রবি বিষ্ণুর লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

টার্গেট তাড়া করতে নেমে টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজার তোপের মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়।

১৩ রানের ঐতিহাসিক জয়ের জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও পেস বোলার টেন্ডাই চাতারা ৩টি করে উইকেট শিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *