অর্থনীতি

টিকার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

করোনাভাইরাস মহামারির মোকাবিলায় বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য ৫০ কোটি ডলারের (চার হাজার ২৫০ কোটি টাকার বেশি) ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পর্ষদ। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই অর্থায়ন করবে। এ ঋণের আওতায় বাংলাদেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অগ্রাধিকার পাবে।

বিশ্ব ব্যাংক বলছে, ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রজেক্ট’-এর অধীনে বিশ্ব ব্যাংকের এই অর্থায়ন। প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ৪০ শতাংশ নাগরিককে টিকা দেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এই ঋণ।

বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন বলেন, এই অর্থায়ন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর জন্য দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করবে।

বাংলাদেশ ছাড়াও নেপালকে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। ৬ কোটি পাবে আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *