২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের ৯ম আসরে ২০টি দল অংশ নিবে। আজ বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে কোন কোন দল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।
শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দেশ উগান্ডা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি সুযোগ পেয়েছে ১২টি দল। বাকি ৮টি দলকে যোগ্যতা অর্জন করতে হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আটে শেষ করা আটটি দলও সরাসরি সুযোগ পেয়েছে। তারা হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও শ্রীলংকা।
এই আটটি দলের বাইরে ২০২২ সালের ১৪ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে ক্রমতালিকায় থাকা বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে খেলবে।
এছাড়া আটটি দলকে যোগ্যতা অর্জন করে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হয়েছে। পাঁচটি অঞ্চলে হয়েছিল যোগ্যতা অর্জন পর্বের লড়াই।
আফ্রিকা অঞ্চল থেকে- নামিবিয়া ও উগান্ডা।
যুক্তরাষ্ট্র থেকে- কানাডা
এশিয়া থেকে-নেপাল আর ওমান
ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে- পাপুয়া নিউগিনি
ইউরোপ থেকে- আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।