খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশের অবস্থান পঞ্চম

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের খেলা শুরু হয়েছে। ইতোমধ্যে ইংল্যান্ড ও ভারত সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলেছে।

তিনটি করে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া আর ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুটি করে ম্যাচ খেলেছে শ্রীলংকা ও বাংলাদেশ।

২০২৫ থেকে ২০২৭ সালের নতুন চক্রে এখনও টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার।

নতুন চক্রে তিন টেস্টে খেলে ৩৬ পয়েন্টে নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার টেস্টে অংশ নিয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড।

দুই টেস্টে অংশ নিয়ে ১৬ পয়েন্ট করে তৃতীয় ও চতুর্থ পজিশনে আছে শ্রীলংকা ও ভারত।

দুই টেস্টে অংশ নিয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম পজিশনে আছে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টে অংশ নিয়ে কোনো পয়েন্ট পায়নি। ক্যারিবীয়রা আছে টেবিলের ষষ্ঠ পজিশনে।

টেবিলের তলানীতে পড়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিন দল এখনও নতুন চক্রে কোনো টেস্টে অংশ নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *