আন্তর্জাতিক

ট্রাম্পের অভ্যুত্থান ঘটানোর আশঙ্কা করেছিলেন শীর্ষ মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আশঙ্কা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প অভ্যুত্থান ঘটাতে পারেন। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের আচরণে জেনারেল মার্ক মিলির মধ্যে এই আশঙ্কা জেগেছিল। খবর সিএনএনের।

পুলিত্জার পুরস্কার বিজয়ী ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক ক্যারল লিওনিং এবং ফিলিপ রাকার তাদের একটি প্রকাশিতব্য বইয়ে জানিয়েছেন, মার্ক মিলি এবং অন্যান্য জয়েন্ট চিফস পদত্যাগের বিষয়েও আলোচনা করেছিলেন। তারা তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ আদেশ না মেনে এক এক করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। বইটির নাম দেওয়া হয়েছে, ‘আই অ্যালন ক্যান ফিক্স ইট’। আগামী মঙ্গলবার বইটি বাজারে আসার কথা।

বইটিতে ট্রাম্পের শেষ বছরের দিনগুলো বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রশাসনের কর্মকর্তারা কী ধরনের আচরণ করেছিলেন সেই তথ্য উঠে এসেছে। এমনকি লেখকরা দুই ঘণ্টার বেশি সময় ধরে ট্রাম্পের সাক্ষাত্কারও নিয়েছিলেন। বইটিতে যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে একজন শীর্ষ সেনা কর্মকর্তা যিনি প্রেসিডেন্টকে পরামর্শ দেন, সেই তিনি কী পরিস্থিতির মুখে পড়েছিলেন সেই সম্পর্কে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *