আন্তর্জাতিক

ট্রাম্পের সেনা প্রত্যাহারের পরিকল্পনায় শঙ্কিত রিপাবলিকানরা

ইরাক এবং আফগানিস্তান আরো সেনা প্রত্যাহারের করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মঙ্গলনার শঙ্কা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে , ইরাক এবং আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহার করা হবে ।

এ নিয়ে ট্রাম্পের নির্ভরশীল মিত্র সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল , এটি একটি ভুল পরিকল্পনা।

বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার সেনা মোতায়েন রয়েছে।এছাড়া ইরাকে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বড়দিনের আগেই সকল সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি। এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে সেনা প্রত্যাহারের কার্যক্রম ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ট্রাম্পকে। কারণ এর পরের দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন জো বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *