রাজনীতি

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরের একটি মাইক্রোবাসে ভাঙচুর ও ধাক্কা-মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে এক হোটেল কর্মচারীকে আটক করে পরে জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে শহরের টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের আর্ট গ্যালারিতে দলীয় কর্মসূচি শেষে মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে পীরগঞ্জের উদ্দেশে যাত্রাকালে মসজিদ থেকে কিছু দূরে টাঙ্গন ব্রিজ অতিক্রমের সময় পেছন দিক থেকে একটি আন্তঃজেলা বাস এসে তাদের বহরের একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়।

এতে গাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং এনসিপির এক কর্মীসহ চালক সামান্য আহত হন। ঘটনার পর এনসিপি নেতাকর্মীরা গাড়ি থামিয়ে বাসচালক ও হেলপারের সঙ্গে কথা বলতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় ইরফান (২৮) নামে এক যুবক পরিস্থিতি থামাতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং এনসিপির একটি মাইক্রোবাসের চাবি খুলে নিয়ে যান। কিছু সময় পর আবার সেটি ফেরত দেন।

ইরফান বর্তমানে গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কর্মরত, তবে আগে বাসশ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এনসিপির এক নেতার জিম্মায় তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ইরফান নামে এক যুবককে আটক করি। পরে এনসিপির এক নেতার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

এনসিপির ঠাকুরগাঁও জেলা মুখপাত্র মোহাম্মদ রায়হান অপু বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ইরফান মূলত ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ে, পরে নিজেই বিষয়টি বুঝে চাবি ফিরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *