শুক্রবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সকল সদস্যদের নাজানানুর অভিযোগ উঠেছে এবং সাধারন সদস্যগণের মধ্যে তিব্র ক্ষোব সৃষ্টি হয়েছে ।
জানাব আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও বেশি মনোযোগী হোন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসইসির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিএফইউজের আরেক অংশের মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের আরেক অংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিএসইসির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, শাহ মুতাসিম বিল্লাহ, আল মামুন, নাসিমা আকতার সোমা, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে ডিএসইসির নবনির্বাচিত নেতারা অতিথিদের হাত থেকে অভিষেক স্মারক গ্রহণ করেন।
উল্লেখ্য নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অধিকাংশ সদস্যকে দাওয়াত দেওয়া হয়নি এতে করে অনেক দায়িত্বশীল সদস্যগণের মাঝে মিশ্রপ্রতিকৃয়া দেখা গেছে ।