আন্তর্জাতিক

তালেবানকে প্রকৃত শরিয়াহ আইন অনুসরণ করতে হবে: মেহবুবা মুফতি

তালেবানদের অবশ্যই প্রকৃত শরিয়াহ আইন (ইসলামী) অনুসরণ করতে হবে। যেখানে নারীদের অধিকারসহ সব ধরনের মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। বুধবার (৮ সেপ্টেম্বর) এসব কথা বলেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

তিনি বলেন, ‘তালেবান এখন বাস্তবতা হিসেবে এসেছে। প্রথমবার ক্ষমতায় থাকাকালীন (১৯৯৬-২০০১) তারা মানবাধিকার বিরোধী ছিল। এখন আফগানিস্তান শাসন করতে চাইলে, তাদের অবশ্যই কুরআনে বর্ণিত প্রকৃত শরিয়াহ আইন অনুসরণ করতে হবে, যা নারী, শিশু এবং বয়স্কদের অধিকার নিশ্চিত করে।

যদি তালেবানরা মদীনায় নবী মুহাম্মদ (স.) এর স্থাপিত শাসনের উদাহরণ অনুসরণ করে, তাহলে সেটা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।’

জম্মু-কাশ্মিরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, তালেবানরা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ব্যবসা করতে চায়, তাহলে তাদের ইসলাম ও শরিয়ার কঠোর ব্যাখ্যা থেকে বিরত থাকা উচিত।

আর যদি তা না হয়, তবে এটি আফগানিস্তানের মানুষের জন্য বিষয়গুলোকে কঠিন করে তুলবে, যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *