বিনোদন

নারী বন্দিরা কীভাবে জেলে অন্তঃসত্ত্বা হচ্ছেন, অনুসন্ধানে শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার চ্যালেঞ্জিং চরিত্রে নতুন সিরিজে হাজির হচ্ছেন। গত কয়েক বছর ধরেই ছক ভেঙে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

পরিচালক সৃজিত মুখার্জি আগেই জানিয়েছিলেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। পরিপ্রেক্ষিতে টোটা রায়চৌধুরীকে নিয়ে সত্যান্বেষণের দায়িত্ব পড়েছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওপর। এবারের ফেলুদা তৈরি হবে ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে।

কীভাবে কারাগারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন নারী কারাবন্দিরা? যেখানে কোনো পুরুষের প্রবেশের অনুমতি নেই। সাংবাদিকের ভূমিকায় সেই রহস্য উদ্ঘাটন করতে অবতরণ করবেন শুভশ্রী। পরিচালনায় থাকবেন অদিতি রায়। সিরিজের নাম ‘অনুসন্ধান।’

সদ্যই ত্রিশে পা রেখেছে কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা দেয় তারা। তাদেরই একটি ‘অনুসন্ধান’।

এ ছাড়া থাইল্যান্ডের প্রেক্ষাপটে ‘নাগমণির রহস্য’ কাহন দেখা যাবে সায়ন্তন ঘোষালের পরিচালনায়। মুখ্য ভূমিকায় থাকবেন সোহিনী সরকার। ‘তোমাকেই চাই সিরিজে’ অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়, মানালি মণীষা দে এবং সৃজলা গুহ। পরিচালনায় অরিজিৎ তোতন চক্রবর্তী। তালিকায় থাকা নির্ঝর মিত্রের ‘ডাইনি’র ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। অভিনয়ে মিমি চক্রবর্তী।

অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্রকে নিয়ে ভৌতিক সিরিজ ‘ভোগ’ নিয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছে। কারণ পর পর দুটো ভৌতিক ওয়েব সিরিজে পরিচালক হিসেবে বেশ দক্ষতার স্বাক্ষর রেখেছেন পরম।

সন্দীপ্তা সেনকে নিয়ে ‘বীরাঙ্গনা’ তৈরি করবেন নির্ঝর মিত্র। পুরুষতান্ত্রিক পুলিশ ফোর্সে এক গৃহবধূ হত্যার মামলা নিয়ে মহিলা সাব ইনসপেক্টরের লড়াই দেখানো হবে সিরিজে। যে ভূমিকায় অভিনয় করবেন সন্দীপ্তা।

কৌশিক হাফিজ ও অনির্বাণ ভট্টাচার্য যৌথভাবে নিয়ে আসছেন ‘ভূত তেরিকি’। হরর কমেডি ঘরানার সিরিজে দেখা যাবে ঐশ্বর্য সেন, দ্বীপান্বিতা সরকার, আভেরি সিং রায় এবং দেবরাজ ভট্টাচার্যকে।

চমক এখানেই শেষ নয়; হইচই টিভি স্পেশাল তালিকায় রয়েছে ঋতাভরী চক্রবর্তীর ‘শাখা-প্রশাখা’। স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এক সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলবেন ঋতাভরী। স্বস্তিকা দত্ত অভিনীত ‘আতঙ্ক’ ছাড়াও শ্রীরামকৃষ্ণের জীবনীনির্ভর একটি সিরিজ তৈরি হচ্ছে এসভিএফ ও হইচইয়ের ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *