নিউজিল্যান্ডের মাটিতে আজ অবধি বাংলাদেশের কোনো জয়ের রেকর্ড না থাকলেও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, ‘সতীর্থদের তাড়না দেখে মনে হচ্ছে এই সিরিজে টাইগাররা ভালো করবে। আমার বিশ্বাস ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ দল।
সোমবার (১ মার্চ) ক্রাইস্টচার্চ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন অভিমত ব্যক্ত করেন তামিম। স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম বিদেশ সফরে গেলেন তামিম। এর আগে ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলেছিলেন, যদিও সেই সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় টাইগারদের।
তামিমের মতে, ‘এটা আমার প্রথম বিদেশ সফর, অধিনায়ক হিসেবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত, প্রথম ওয়ানডে খেলার আগে আমাদের অনুশীলন সেশনে দল হিসেবে তৈরি হয়ে যেতে পারব। ইনশাআল্লাহ, দেখা যাক।’
দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের। শুধু তামিমই বা কেন, দলও নিজেদের সামর্থ্যে রাখছে বিশ্বাস। তামিম জানান, ‘বাংলাদেশ দলের ঐ সামর্থ্য আছে, পরিকল্পনা কাজে লাগিয়ে একসাথে ভালো পারফর্ম করলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। দলও এটা বিশ্বাস করে।’