রাশিয়া পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়াকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই সতর্ক বার্তা দিয়েছেন। খবর রয়টার্সের।
তিনি জানান, নতুন অস্ত্র তৈরির পাশাপাশি পুরোনো বিভিন্ন অস্ত্রেরও আধুনিকায়ন করছে দেশটি।
গোয়েন্দা সূত্রে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আমাদের হাতে থাকা তথ্যানুযায়ী, রাশিয়া একদিকে নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অন্যদিকে পুরোনা অস্ত্রগুলোর আধুনিকায়ন করছে।’
তিনি আরও বলেন, মস্কোর এই অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণ কর্মসূচির মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে রুশ বাহিনী যে নিষ্ঠুর আগ্রাসন চালাচ্ছে, তা বন্ধের কোনো পরিকল্পনা ক্রেমলিনের নেই।
বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী বিভিন্ন দেশের মধ্যে রাশিয়ার অস্ত্রভাণ্ডার সবচেয়ে সমৃদ্ধ। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির সংগ্রহে প্রায় ছয় হাজার পারমাণবিক অস্ত্র আছে।
পৃথিবীতে বর্তমানে যত পারমাণবিক বোমা আছে, তার ৯০ শতাংশই আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে। এই দুই দেশের সংগ্রহে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, সেসব দিয়ে বেশ কয়েকবার পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা সম্ভব।