গুপ্তচরের ভূমিকায় এসে উচ্ছ্বসিত এই বলিউড অভিনেত্রী।
বলিউডে পরিণীতি চোপড়ার এক দশক হল; তবে এবার এমন একটি চরিত্র রূপায়নে তিনি আসছেন, যা নিয়ে নিজেউ উচ্ছ্বসিত।
প্রভু দাশগুপ্তের নতুন সিনেমা ‘কোড নেম : তিরাঙ্গা’য় পরিনীতিকে ভারতের গোয়েন্দা ‘র’ এর এজেন্টের ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
মঙ্গলবার প্রকাশ পাওয়া সিনেমাটির ৩ মিনিটের ট্রেইলারটি দেখেই বোঝা যায়, মূল কেন্দ্রবিন্দু দেশপ্রেম হলেও অ্যাকশন আর আবেগের মিশেলে সিনেমাটি বানিয়েছেন প্রভু।
আগামী ১৪ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই স্পাই থ্রিলারে গুপ্তচর হয়ে গোপন অভিযানে গিয়ে সন্ত্রাসীদের কয়েদ করবেন পরিণীতি।
ট্রেইলারটি শুরু হয় কেলকারের ভিলেনের পরিচয়ের মধ্যদিয়ে, পরিণীতি যাকে ধরতেই গোপন অভিযানে নামেন। সেখানে তিনি সান্ধুর প্রেমে পড়েন, যা তাকে কর্তব্যবোধ এবং প্রেমের দ্বন্দ্বে ফেলে দেয়।
পরিণীতি বলেন, “একজন অভিনেতা হিসাবে ক্যারিয়ারে সব সময় নতুন কিছু ঘটার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। চলচ্চিত্রে আমার একাদশ বছরে প্রথম পূর্ণাঙ্গ একটি অ্যাকশননির্ভর সিনেমা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত আমি।”
এই সিনেমায় পরিণীতির সঙ্গে আছেন হার্ডি সান্ধু, গত বছরই ‘৮৩’ সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমায় তার অভিষেক।
পরিণীতি এর আগে প্রভু দাশগুপ্তের ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’র হিন্দি রূপান্তরে ছিলেন। ২০১৯ সালে নেটফ্লিক্সে প্রভুর স্পাই থ্রিলার ‘বার্ড অব ব্লাড’র সঙ্গে ‘কোড নেম : তিরাঙ্গা’র ট্রেইলারে অনেক মিল পাওয়ার কথা বলছেন দর্শকরা।