খেলাধুলা

পাকিস্তানকে বিদায় দিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানকে বিদায় করে আবারও এশিয়া কাপের ফাইনালে উঠে গেল শ্রীলংকা। এশিয়া কাপের ১৬তম আসরে এনিয়ে ১৩বার ফাইনালে উঠল লংকানরা।

অতীতের ১৫ আসরের মধ্যে ১২ আসরে ফাইনালে খেলে ৬বার শিরোপা জিতে নেয় শ্রীলংকা।

আগামী রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে পাকিস্তান।

দলের হয়ে ৭৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৫২ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৪৭ রান করেন ইফতেখার আহমেদ।

টার্গেট তাড়া করতে নেম শেষ বলে ২ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলংকা। দলের জয়ে সর্বোচ্চ ৯১ রান করেন কুশাল মেন্ডিস। ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌছে দেন চারিথা আসালঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *