বিনোদন

পানামা পেপারস মামলায় ঐশ্বরিয়া রাইকে তলব

পানামা পেপারস মামলায় এবার বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

এর আগেও বচ্চন পরিবারের পুত্রবধূকে দুবার ডাকা হয়েছিল। তখন ঐশ্বরিয়া হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও তিনি সময় চেয়েছেন।

কর ফাঁকি ও বিদেশে টাকা পাচারের অভিযোগে বিশ্বজুড়ে সেলিব্রিটিদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে পানামা পেপারস।  এ ঘটনা আলোড়ন সৃষ্টি করে।

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রীর নাম পানামা পেপারসে রয়েছে। তিনি বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগ। সোমবারই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

৪৮ বছর বয়সি ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুধু ঐশ্বরিয়া নয়, পানামা পেপারসকাণ্ডে ভারতের আরও কয়েকজন সেলিব্রিটির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এ তালিকায় ঐশ্বরিয়ার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চনসহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

পানামা পেপারসের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে।

ভারত সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারসের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *