ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধান ইহোর মুরাসেভকে আটকের দুইদিন পর ছেড়ে দিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।
শনিবার পারমাণবিক কেন্দ্র থেকে বের হয়ে গাড়িতে করে এনারহোদার দিকে যাচ্ছিলেন তিনি। ওই সময় তাকে আটক করে চোখ বেঁধে এনারহোদারের একটি বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছিল।
ইহোর মুরাসেভকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
তিনি টুইটে বলেছেন, আমি জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধান ইহোর মুরাসেভের মুক্তিকে স্বাগত জানাই। আমি নিশ্চিতিকরণ বার্তা পেয়েছি সে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছেছে।
এদিকে যুদ্ধের শুরুতেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে রাশিয়া। এটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র।
বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ রাশিয়ার গ্রিডের সঙ্গে যুক্ত করার চেস্টা চালাচ্ছেন রুশ ইঞ্জিনিয়াররা।
ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছিলেন, রাশিয়ার গ্রিডে বিদ্যুৎ সংযোগ যুক্ত করতে অস্বীকৃতি জানানোয় রুশ সেনারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে গ্রেফতার করেছে।