আগামী ১ নভেম্বর প্যারিসে মুক্তি পাচ্ছে বাংলা চলচ্চিত্র ‘পথযাত্রী’। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইউরোপে আসা এবং পরবর্তীতে গন্তব্যে না পৌঁছানোর সংগ্রামী জীবন এতে তুলে ধরা হয়েছে বলে জানান চলচ্চিত্রটির পরিচালক সৈয়দ সাহিল।
শুক্রবার সন্ধ্যায় প্যারিসে একটি হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছবিটির প্রযোজক সাত্তার আলী সুমন ওরফে শাহ আলম বলেন, দালালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইউরোপে প্রবেশ নিরুৎসাহ করতেই এ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।
এ ছবিটির মূল বার্তা হচ্ছে দালালের খপ্পরে পড়ে মৃত্যুঝুঁকি নিয়েও দেশান্তরি যেন না হয় কেউ। মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।
এর আগে ছবিটর ট্রেলার প্রর্দশন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ, কমিউনিটি নেতা টিএম রেজা, আমাদের কথা প্রকাশক মরিয়ম খাতুন, কাউন্সলর রাব্বানী খান, জনপ্রিয় শিল্পী
আরিফ রানাসহ প্যারিসের বিশিষ্ট ব্যক্তিরা।
ছবিটিতে অভিনয় করেছেন- জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান,প্যারিসের পরিচিত মুখ আরিফ খান, ফাহাদ পারভেজ, মেতিউজ গমেজ, সজিব, শেখ নয়ন, ফরাসি অভিনেতা অ্যান্তনি, অলিসহ অনেকে। ফিল্মের টাইটেল সং ‘শেষফেরা’ গানের সুর ও কণ্ঠে রয়েছে ইমতিয়াজ রনি এবং সঙ্গীতায়োজন ও আবহ সংগীত পরিচালনায় রয়েছেন ভিকি রায়।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মোফাজ্জল হোসেন অপূর্ব।