খেলাধুলা

প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত হতে যা করতে হবে

প্রভাবশালী তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কী করতে হবে, এজন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

পাকিস্তানের সামা টিভির এক আলোচনায় অংশ নিয়ে দেশটির কিংবদন্তি ক্রিকেটার আফ্রিদি বলেন, তোমার স্কিল যত ভালো হবে তুমি তত প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত হবে। সুতরাং তোমাকে নিজের শট উন্নত করতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে সেটা খুবই জরুরি।

পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে, ৯৯টি টি-টোয়েন্টি আর ২৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ১১টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৫৪১ উইকেট শিকার করেন আফ্রিদি।

সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো করতে হলে মাঠের বিভিন্ন পজিশন দিয়ে ছক্কা মারার কৌশল রপ্ত করতে হবে।

সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব। সবশেষ ৯ ম্যাচে ধারাবাহিক পারফর্ম করেছেন (৬১*, ৩০, ৬৮, ৫১*, ১৫, ৫০, ৫২, ৮ ও ৬১) ভারতীয় এই তারকা ক্রিকটার। সূর্যকুমারের ভূয়সী প্রশংসা করে সামা টিভির সঞ্চালক বলেন, সূর্যকে দেখে তরুণদের শেখা উচিত।

সেই অনুষ্ঠানে অংশ নেওয়া আফ্রিদি বলেন, একদম ঠিক কথা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুইশ-আড়াইশ ঘরোয়া ম্যাচ খেলে সূর্যকুমার ভারতীয় দলে জায়গা পেয়েছে। সে নিজের খেলা বোঝে, যেসব শট সে খেলে সেগুলোর বেশিরভাগ ভালো বলেই মারে। সেগুলো সে প্র্যাকটিসও করে। ও জানে ম্যাচে ভালো বলের মোকাবিলা কীভাবে করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *