আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইউরোপীয় ইউনিয়নের

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম গুঁড়িয়ে দেয়ার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

ফিলিস্তিনের ওই গ্রামটিতে গত ৩ মাসের মধ্যে দুই দফা অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

সেখানকার বাসিন্দারা প্রচণ্ড শীতে নারী-শিশুসহ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। খবর আনাদোলুর।

ইউরোপীয় ইউনিয়ন গত বৃহস্পতিবার ইসরাইলি এ বর্বতার নিন্দা জানায়।

এক বিবৃতিতে ফিলিস্তিনে নিয়োজিত ইউ’র বিশেষ দূত এসভেন কোহেন ভন বার্গসর্ডফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনে যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা কোনোভাবেই আইনসম্মত নয়।

ইউ’র এ বিশেষ দূত সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত হামসা আল বাকি নামে এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।

সেখানে বিধ্বস্ত বাড়ির সামনে গত বুধবার থেকে ৭টি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এ গ্রামটির ৬৬ জন।

অবৈধ ইহুদি বসতি নির্মানের জন্য বছরের পর বছর ধরে এভাবেই ফিলিস্তিদের বাড়িঘর দখল করে আসছে দখলদার ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *