জাতীয়

ফের ছড়াল শেখ হাসিনার অডিও বক্তব্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বক্তব্য ছড়িয়েছে। এবারের অডিও বক্তব্যটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এটি পোস্ট করা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক সেকেন্ডের এ অডিও বক্তব্যটি এসেছে। তবে তিনি কোথায় বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও কিছু জানানো বা লেখা হয়নি।

অডিও বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি আর রেহেনা যে বেঁচে গেলাম মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার আসলে এটাই মনে হয় ২১ আগস্টের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া বা কোটালীপাড়ার ওই বিশাল বোমার হাত থেকে বেঁচে যাওয়া আবার এ ২৪-এর ৫ আগস্ট বেঁচে যাওয়ার পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, হাত আছে। না হলে এবার তো বেঁচে যাওয়ার কথা না। … তবুও এটা বোধ হয় আল্লাহরই একটা রহমত যে, আল্লাহ আমাকে আর কিছু কাজ করাতে চান বলে তাই আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ’

ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এ পাঁচ মাসে তার বেশ কিছু কল রেকর্ড ফাঁস হয়েছে। এসব অডিও বক্তব্যে ‘চট করে দেশে ঢুকে পড়া’সহ শেখ হাসিনার নানা বক্তব্য পাওয়া গেছে।

তবে একবারের জন্যও তার মুখ দেখা যায়নি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমের কোথাও।

২০২৪ সালের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার মাত্র সাত মাসের মাথায় তীব্র জনরোষে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন টানা চারবারের প্রধানমন্ত্রী। ওইদিনই তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *