বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া নাসের। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজিয়া নাসেরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষ থেকে নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র শেখ ফজলে নূর তাপস শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতীম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শেখ আবু নাসেরের বড় ছেলে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন তার মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।