বিনোদন

বর্ষসেরা হয়ে নারীদের উদ্দেশ্যে যা বললেন জেনিফার

মার্কিন তারকা জেনিফার লোপেজ এবারের পিপলস চয়েস অ্যাওয়ার্ড এর বর্ষসেরা তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্র, টেলিভিশন, গান ও পপ কালচার শাখা থেকে এবারের সেরা তারকার তালিকায় নির্বাচিত হলেন তিনি।

পরিচয় দিতে গিয়ে জেনিফারের একটু খটকাই লাগে। কারণ অভিনয়ের মাধ্যমে তারকা জগতে প্রবেশ করলেও শুধু অভিনযে নন পরবর্তীতে নিয়মিত হোন নাচে। নাচ থেকে ফের অভিনয়ে আসেন তিনি। পরে আসেন গানে। ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম ‘অন দ্য সিক্স’ প্রকাশিত হয়। এরপর থেকেই একের পর এক অ্যালবাম প্রকাশ করতে থাকেন। অভিনয়ও চালিয়েছেন সমান তালে।

পরিশ্রম করেই বনে যান বিশ্ব তারকা। বাবা-মার সাথে পুয়ের্তোরিকো থেকে নিউ ইয়র্কে আসেন জেনিফার লোপেজ৷ অভিনয় জগতে এসে তিনি যৌন হেনস্থার শিকারও হয়েছেন৷ কাজের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজও করেন এই লাতিন কন্যা৷

সেলিব্রিটি পোর্টাল পিপল আয়োজিত অনুষ্ঠানে জেনিফার লোপেজ বর্ষসেরা আইকন নির্বাচিত হওয়ার পর সেখানেই ৫১ বছর বয়সি জনপ্রিয় এই শিল্পী মেয়েদের উদ্দেশে বলেন, ‘আপনি কী চান, সেটা মনে রাখতে হবে, কাজকে বেশি গুরুত্ব দিতে হবে তবেই এগিয়ে যাওয়া সম্ভব৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *