বিনোদন

বাগদান সারলেন ইশরাক হোসেন

অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া ছিল।

বিএনপি নেতা ইশরাক হোসেন শুরু করলেন জীবনের নতুন ইনিংস; পাত্রী ব্যারিস্টার নুসরাত খান সাবেক মন্ত্রী নূর মুহাম্মদ খানের মেয়ে।

শুক্রবার রাতে তাদের আংটি বদল হয় বলে জানিয়েছেন নূর মুহাম্মদ খান।

তিনি শনিবার বিকালে বলেন, বারিধারায় তার বাসায় বাগদান সম্পন্ন হয়েছে।

“আমার বড় মেয়ে নুসরাত খান; গত রাতে নতুন জীবনে যাত্রা শুরুতে আংটি পরানো হয়েছে। ওদের জন্য দোয়া করবেন, সবার কাছে দুজনার জন্য আশীর্বাদ চাই।”

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পট পরিবর্তনের পর ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করলেও ‘আইনি জটিলতায়’ শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারেননি।

কনে নুসরাত খান লন্ডন থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হন তিনি। এরপর ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও অক্সফোর্ড ইউনির্ভাসিটি থেকে আইনের উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন নুসরাত। বর্তমানে তিনি ঢাকায় ব্রিটিশ স্কুল অব ল-এর ভাইস প্রিন্সিপাল।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য নূর মোহাম্মদ খানের তিন মেয়ের মধ্যে নুসরাত বড়। বাকি দুই মেয়ে নিশাত খান ও নাফিসা খান লন্ডন থেকে আইন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চীনপন্থি নেতা হিসেবে পরিচিত ছিলেন নূর মুহাম্মদ খান। ১৯৭৯ সালে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি বিলুপ্ত হলে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দলে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী সাবিহা সুলতানা সাম্মী খান নাগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।বাংলাদেশি পোশাক

নূর মুহাম্মদ খান জানান, বাগদান অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া ছিল। বাইরের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে ইশরাকের মা ইসমত আরা হোসেন, ভাই ইশফাক হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *