রাজনীতি

বিএনপি ও প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিলে পুলিশের বাধা

রাজধানীর বনানীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে পুলিশ বাধা দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ বিএনপি নেতা আব্দুল হক সহ ৫ জনকে আটক করে বলে অভিযোগ বিএনপির।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে সাংবাদিক মুশতাক আহমদের কারাবন্দী অবস্থায় মৃত্যু, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে এই মিছিল বের হয়।

মিছিলটি কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে প্রধান সড়কের দিকে এগোতে থাকলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী।

বিএনপি ও প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মসূচিতে পুলিশের বাধা

‍রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল

এছাড়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংঠনগুলোর মিছিলেও পুলিশ বাধা দেয়। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল নিয়ে শাহবাগ যাওয়ার পথে পুলিশ বাধা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *