জাতীয়

বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

মহান বিজয় দিবসে বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ীয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে পিটিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুুব্ধ শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, সকাল ৮টায় বিএনপির ফরিদা ইয়াসমিন গ্রুপের নেতা মোস্তাক আহমেদ মিন্টুর নেতৃত্বে কর্মীরা বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চলে যান।

এরপর সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করতে যান বিএনপির মূলধারার নেতা ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার ও তার লোকজন। ফুল দেওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তাদের অফিস কক্ষে নিয়ে আপ্যায়ন করান।

এ খবর পেয়ে ফরিদা ইয়াসমিন গ্রুপের মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল, সুজনসহ একটি দল প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাদের কেন দাওয়াত দেওয়া হয়নি জানতে চান। একপর্যায়ে মারধর করে ও ওই কক্ষেই আটকে রেখে চলে আসেন।

খবর পেয়ে শিক্ষার্থী এবং বিএনপির নেতারা প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *