রাজনীতি

বিএনপি নেতা মীর নাছির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক এএমএম রুহুল ইমরান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৭ অক্টোবর একই আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তার ছেলে মীর মোহাম্মদ হেলালউদ্দিন। তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিচার শেষে একই বছরের ৪ জুলাই ঢাকার বিশেষ জজ মীর নাছির উদ্দিনকে ১৩ বছরের কারাদণ্ড দেন। আর তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে বাবা-ছেলে হাইকোর্টে পৃথক আপিল করেন।

২০১০ সালে তাদের সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল করলে ২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেন। এর পর ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পাশাপাশি রায় পৌঁছানোর তিন মাসের মধ্যে বিচারিক আদালতে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে মীর মোহাম্মদ নাছিরের মুক্তির দাবি জানিয়েছেন। এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তিনি।

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছিরকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। গতকাল রোববার নেতারা এক বিবৃতিতে অবিলম্বে এ মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *