বিনোদন

বিজয় দিবসের নাটক

আজ ১৬ ডিসেম্বর। বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন।

অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তী উৎসবে রঙিন হওয়ার দিন আজ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে দেশিয় টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এবারের আয়োজনে সেসব নাটকের কথাই তুলে ধরা হলো-

‘সেই পুরানো শকুন’

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সেই পুরানো শকুন’। হারুন রশীদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। এতে অভিনয় করেছেন- হারুন রশীদ, ফারহানা মিঠু, খায়রুল বাশার, মোস্তাফিজুর রহমান, সাইদ বাবু, আইনুননাহার পুতুল।

‘সালাম কমান্ডার’

এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত পরিচালিত নাটক ‘সালাম কমান্ডার’। নাটকটি লিখেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন মৌসুমী মৌ, আবুল হায়াত, আল মামুন, ফখরুল বাশার মাসুম।

‘হারিয়ে যাওয়া বাড়ি’

চ্যানেল আইয়ে রাত ৮টায় প্রচার হবে অরুণ চৌধুরী পরিচালিত নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। এটি ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে ‘বাড়ি’ সিরিজের গল্পে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন ইমন, নাদিয়া নদী, আবদুল্লাহ রানা, অবিদ রেহান, শেলী প্রমুখ।

‘দিন চিরদিন’

একুশে টেলিভিশনে রাত ১০টায় প্রচার করা হবে নাটক ‘দিন চিরদিন’। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন এ ডি দুলাল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুষমাসরকার, ফারজানা রিক্তা, সূর্যদীপ্ত, শাহরিয়ার মোতালেব প্রমুখ।

‘বীরাঙ্গনা’

বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচারিত ‘বীরাঙ্গনা’। বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, আনন জামানের চিত্রনাট্যে পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

‘রবির আবির’

মাছরাঙা টেলিভিশনে রাত ১০টা৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘রবির আবির’। এলিনা শাম্মীর রচনা ও নাটকটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এলিনা শাম্মী, কাজী রাজুসহ অনেকে।

‘জয় বাংলা’

নাগরিক টিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘জয় বাংলা’। তারান্নুম আফরিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স খান। এতে অভিনয় করেছেন সজল, সাদিয়া জাহান প্রভাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *