খেলাধুলা

‘বিশ্বকাপে যারা খেলবে, তাদের জিম্বাবুয়ে সিরিজে খেলানো উচিৎ’

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আগামী মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

আসন্ন এ সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা চান না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

গতকাল রোববার জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে গণমাধ্যমে সুজন বলেন, ‘যাদের ওপর আমার বিশ্বাস থাকবে, যারা বিশ্বকাপে খেলবে, যাদের কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে তাদেরই আসলে জিম্বাবুয়ে সিরিজে খেলানো উচিত। কারণ হাতে বেশি সময় নেই।’

সুজন আরও বলেন, ‘এ রকম না যে, দুইটা ইনিংস এ খেলল, দুইটা ইনিংস ও খেলল। দুজনই ফেল করল। তারপর পাঁচ নম্বর ইনিংসে আপনি কাকে খেলাবেন? আপনি আত্মবিশ্বাস নষ্ট করছেন দুজন ছেলের। এগুলো না করে একটা ছেলেকেই চারটা ম্যাচ খেলান। ও যদি দুই ম্যাচে ফেলও করে, ওর সুযোগ থাকবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।’

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মে। এরপর ৫, ৭, ১০ ও ১২ মে চারটি ম্যাচ খেলবে দুই দল। সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *