খেলাধুলা

বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটিতে তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। ঈদের ছুটি শেষে ফিরে এসে বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেন, ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি এবং আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদী।

ক্রিকেট পর্যটনের বিকাশে পরামর্শ দিতে সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট ট্যুরিজম অ্যাডভাইজর হিসেবে। দেশের পর্যটন খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি এবং এ খাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতিও পেয়েছেন।

ক্রিকেট অ্যাডভাইজর হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি একজন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

অন্যদিকে, লিগ্যাল অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাইখ মাহাদী। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত মাহাদী ক্রিকেট প্রশাসনে আইনি দিক নির্দেশনায় ভূমিকা রাখবেন।

৩৬৮ রান খরচ করে টাইগারদের শিকার ৪ উইকেট

গল টেস্টে রানের বন্যা বাইছে। দুই দিনে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে এক দিনেই ৩৬৮ রান করেছে স্বাগতিক শ্রীলংকা। তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের চেয়ে ১২৭ রানে পিছিয়ে রয়েছে লংকানরা।

মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

সেই অবস্থা থেকে দলকে টেনে পাঁচশো রানের কাছাকাছি নিয়ে যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। সাবেক অধিনায়ক মুশফিক করেন ১৬৩ রান।

বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৪৮ রান। আর উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন ৯০ রান। এই তিন তারকার ব্যাটিং শৈলীতে প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

আজ তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানা আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়।

দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত তিন সেশন খেলে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেছে শ্রীলংকা।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুর্হুতে আউট হন পাথুম নিশাঙ্কা। ২৭ বছয়র বয়সী এই ওপেনার হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ২৫৬ বল মোকাবেলা করে ২৩টি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ১৮৭ রান।

টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। তবে গত বছর ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরির স্বাদ পান নিশাঙ্কা।

গল টেস্টে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ১১৯ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে ৫৬ রান করেন শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্ডিমাল।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ৫৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান ফেরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৪ বলে ২৯ রান করেন আরেক ওপেনার লাহিরু উদারা।

গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। বাংলাদেশ থেকে এখনও ১২৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। শ্রীলংকার হাতে আছে ৬ উইকেট। ৩৭ ও ১৭ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *